—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের একটি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তারা দলটিতে যুক্ত হন।
ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে যোগদান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর হাতে ফুল দিয়ে শিক্ষার্থীরা বিএনপিতে যোগ দেন। এ সময় তিনি নতুন যোগদানকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।" তিনি আরও যোগ করেন, একটি বৈষম্যহীন ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে তরুণ সমাজই মূল শক্তি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, "শিক্ষার্থীদের এই অংশগ্রহণ দলকে আরও গতিশীল করবে। আমরা আশা করি, তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।"
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদ জানাতেই তারা বিএনপির পতাকাতলে এসেছেন। তারা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।