—ছবি সংগৃহিত
ঢাকা ডিজিটাল সেবাকে সাধারণ মানুষের আরও নাগালে পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
এর ফলে এখন থেকে বাংলালিংকের ‘মাইবিএল’ (MyBL) অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাংলালিংক প্রধান কার্যালয় ‘টাইগার’স ডেন’-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এক অ্যাপেই সব স্বাস্থ্যসেবা
এই চুক্তির ফলে মাইবিএল অ্যাপটি একটি ‘ওয়ান-স্টপ সল্যুশনে’ পরিণত হলো। অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে যে সুবিধাগুলো পাবেন:
ডাক্তারের পরামর্শ: ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
ওষুধ ডেলিভারি: প্রয়োজনীয় ওষুধ অনলাইনে অর্ডার করে ঘরে বসেই প্রাপ্তি।
ল্যাব টেস্ট: বাসা থেকেই ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা।
বিমা কাভারেজ: স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিশেষ সুবিধা।
সহজ ও সাশ্রয়ী সাবস্ক্রিপশন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ক্লিনিকল লিমিটেড অত্যন্ত সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে মানসম্মত সেবা প্রদান করবে। এর ফলে দূরত্ব, সময় বা খরচের অভাবে যারা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না, তারা সহজেই স্মার্টফোনের মাধ্যমে সেবাটি নিতে পারবেন।
কর্তৃপক্ষের বক্তব্য
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। ক্লিনিকলের সাথে এই অংশীদারিত্ব আমাদের কানেক্টিভিটি সেবার বাইরে গিয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের একটি বড় পদক্ষেপ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। ক্লিনিকল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।