—ছবি সংগৃহিত
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দিল্লিও নয়, পিন্ডিও নয়, নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি দেশের মানুষই রাজনৈতিক সব ক্ষমতার উৎস, তাই মানুষের ভাগ্যোন্নয়নেই বিএনপি বিশ্বাসী।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষকে কঠোর সমালোচনা বক্তব্যে নাম উল্লেখ না করে একটি বিশেষ রাজনৈতিক দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও এনআইডি সংগ্রহ করছে, মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের এক লোক তো পিন্ডিতে পালিয়ে গিয়েছিল। কেউ দিল্লি যায়, কেউ পিন্ডি যায়—কিন্তু বিএনপি এই দেশেই আছে, দেশের মানুষের পাশেই আছে।”
তিনি আরও যোগ করেন, “যারা নির্বাচনের আগেই টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা কীভাবে সৎ মানুষের শাসন কায়েম করবে? বিএনপি ক্ষমতায় গেলে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে।”
ভোটের দিন ‘তাহাজ্জুদ’ পড়ার আহ্বান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ গড়ার নির্বাচন অভিহিত করে তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, “শুধু ফজরের নামাজ নয়, এবার তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিন। ভোট ডাকাতি রুখতে প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।”
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতি তারেক রহমান দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন। তিনি সমাবেশে দুটি কার্ড প্রদর্শন করে ঘোষণা দেন:
ফ্যামিলি কার্ড: চা বাগানের নারী শ্রমিক এবং গ্রাম-গঞ্জের দুস্থ নারীদের জন্য এই কার্ড চালু করা হবে।
কৃষি কার্ড: কৃষকদের সার, বীজ ও অন্যান্য উপকরণে সহায়তা দিতে এই কার্ড কার্যকর হবে।
জনসভার চিত্র ও অন্যান্য সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে তারেক রহমান মঞ্চে আসার পর উপস্থিত লক্ষাধিক মানুষের ঢল নামে। মঞ্চেই তিনি নেতা-কর্মীদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন। জেলা বিএনপির সাবেক এমপি শাম্মী আক্তার সিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হবিগঞ্জের চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জিকে গউছ এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম। উল্লেখ্য, তারেক রহমান আজ সিলেট থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজার ও শায়েস্তাগঞ্জে জনসভা শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশ্যে রওনা হন।