—ছবি মুক্ত প্রভাত
আসন্ন গণভোট ও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের আয়োজন ও উদ্দেশ্য
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ঢাকার পরিচালনায় এবং দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উপস্থিত অতিথিবৃন্দ
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রশিক্ষণ চলাকালীন জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সঠিক নিয়মে ভোটগ্রহণ সম্পন্ন করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে কর্মকর্তাদের বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।