—ছবি মুক্ত প্রভাত
নাটোরের সিংড়ায় বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদের নেতা রেজাউল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সিংড়া।
খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ দিনভর বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনতা।
প্রতিবাদে উত্তাল সিংড়া
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে পুরো উপজেলা শহর ছিল প্রকম্পিত।
শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন: সকালে বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজ চত্বরে মানববন্ধন করে দ্রুত খুনিদের চিহ্নিত করার দাবি জানান।
বিএনপির বিক্ষোভ মিছিল: সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিকেলের প্রতিবাদ সভা: বিকেলে উপজেলা পরিষদের সামনে জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আহমাদুল হক চৌধুরী স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অধ্যাপক রেজাউল করিমকে। এই ঘটনার পর উত্তেজিত জনতা খুনি সন্দেহে জনৈক আব্দুল ওহাবের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান আব্দুল ওহাবের মা সাবেহা (৭৫)।
থানা পুলিশের বক্তব্য ও বর্তমান অবস্থা
জোড়া মৃত্যুর ঘটনায় পুরো সিংড়া এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আব্দুর নূর জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"