—ছবি সংগৃহিত
রাত গভীর হলে
হৃদয় কুড়ে খায় স্মৃতির হায়েনারা
হামলে পড়ে বায়ুড়ি বাতাস
নখ-দন্তহীন পুড়নো এসে খুঁচিয়ে রক্ত্যাক্ত করে
রক্তেরা শুকিয়ে আবার জন্ম নেয়
বার বার জন্ম নেয়...
কেবল যন্ত্রণাগুলো ফিরে এসে দহনে পারদ ঢেলে দেয়
বিভৎস আগুনে হৃদয় পুড়ে কয়লা হয়,...কয়লারা আবার পোড়ে
এভাবে বছর আসে বছর যায়
ফুড়ায় না গভীর রাত....
মো. রাশিদুল ইসলাম