—ছবি সংগৃহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংকট এখন চরমে। আজ বুধবার আইসিসির বোর্ড সভা থেকে ঢাকাকে এক চরম বার্তা দেওয়া হয়েছে—আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত না জানায়, তবে তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিসিবি পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা গড়াচ্ছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত।
আইসিসির 'ভারতীয়' আধিপত্য বনাম বিসিবির নিরাপত্তা উদ্বেগ
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আইসিসির নীতিনির্ধারণী পর্যায়ে ভারতের একচ্ছত্র প্রভাব এই সংকটের প্রধান কারণ। দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে কর্মরত ৭৬ জন কর্মীর মধ্যে ৫৮ জনই ভারতীয়। চেয়ারম্যান ও সিইও থেকে শুরু করে মার্কেটিং, মিডিয়া এবং ব্রডকাস্ট বিভাগের শীর্ষ পদগুলোতে ৭০ শতাংশই ভারতীয় কর্মকর্তাদের দাপট। ফলে ভারত নিজেদের ভেন্যু রক্ষার জন্য আইসিসিকে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি নিজে দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন, তিনি এখন সমমনা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে আজকের ভোটাভুটিতে বেশিরভাগ সদস্য দেশ বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
'জেড' ক্যাটাগরির নিরাপত্তা বনাম সরকারি অনড় অবস্থান
আইসিসি বাংলাদেশকে ভারতের সর্বোচ্চ 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার টোপ দিয়ে পুনরায় সভায় বসার প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশ সরকার এবং ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো 'অযৌক্তিক শর্ত' মানা হবে না। উপদেষ্টার মতে, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করবে।
অধিনায়ক লিটন দাসের কণ্ঠে হাহাকার
দলের ভেতরে বিরাজমান অস্থিরতা স্পষ্ট হয়েছে অধিনায়ক লিটন দাসের বক্তব্যে। তিনি বলেন, "বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা এখনো জানি না আমরা কোন দেশে খেলতে যাচ্ছি। পুরো দল এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।"
শেষ অস্ত্র: আন্তর্জাতিক ক্রীড়া আদালত (CAS)
বিসিবি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকছে না। আইসিসি যদি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়, তবে বিসিবি সরাসরি সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (CAS) দ্বারস্থ হওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। নিরাপত্তার ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করে কোনো দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া আইনিভাবে কতটা বৈধ, তা চ্যালেঞ্জ করবে বাংলাদেশ।
কী ঘটবে আগামী ২৪ ঘণ্টায়?
আইসিসির দেওয়া আলটিমেটাম অনুযায়ী আগামিকাল বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। হয় ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিয়ে খেলতে যেতে হবে, নতুবা বিশ্বকাপ বর্জনের মতো কঠিন পথে হাঁটতে হবে বাংলাদেশকে। ক্রিকেট বিশ্বের নজর এখন ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বোর্ড রুমের দিকে।