—ছবি সংগৃহিত
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
নিরপেক্ষতার বিষয়ে সিইসির বক্তব্য
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, "আমরা আমাদের টিমের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—কোনো পক্ষপাতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের মূল লক্ষ্য হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া।"
তিনি আরও উল্লেখ করেন যে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের কঠিন শর্তটিও ইসি শিথিল করেছে।
প্রার্থীদের সহযোগিতার প্রশংসা
আপিল শুনানিতে প্রার্থীদের ধৈর্যশীল ও স্বতঃস্ফূর্ত আচরণের প্রশংসা করে সিইসি বলেন, "আপনারা যেভাবে যুক্তি উপস্থাপন করেছেন, তা দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। দীর্ঘ সময় ধৈর্য ধরে আমাদের সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ।"
ঋণ খেলাপিদের বিষয়ে ইসি কমিশনারের মন্তব্য
বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "কিছু ঋণ খেলাপি প্রার্থীর বিষয়ে ছাড় দিতে গিয়ে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু যেহেতু বর্তমান আইন অনুযায়ী তাদের প্রার্থিতা বৈধ করার সুযোগ রয়েছে, তাই আমরা তা অনুমোদন করতে বাধ্য হয়েছি।"
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানিতে মোট ৬৪৫টি আবেদনের নিষ্পত্তি করেছে পূর্ণাঙ্গ কমিশন। আজ শেষ দিনে ২৩টি আপিল মঞ্জুর করার মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।