—ছবি সংগৃহিত
নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে আস্থা অর্জন করা প্রয়োজন ছিল, বর্তমান নির্বাচন কমিশন তা হারিয়েছে। আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না, তা পুনর্বিবেচনা করার সময় এসেছে।"
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তিনি বলেন, "যদি এভাবে কার্যক্রম চলতে থাকে, তবে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা অসম্ভব হয়ে পড়বে। এই ইসির ওপর আমরা আর বিশ্বাস রাখতে পারছি না।"
আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন যে, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি হওয়ার শর্ত থাকা সত্ত্বেও অনেককে অবৈধভাবে ছাড় দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে, অনেক ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।"
একই সম্মেলনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে 'নাটক' হিসেবে আখ্যা দেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, আপিল শুনানির শেষ দিনে বাইরে থেকে একটি 'মব' সৃষ্টি করে বিচারক ও কমিশনারদের ওপর চাপ তৈরি করা হয়েছে।
কমিশনারদের সাথে নির্দিষ্ট একটি দলের নেতাদের দীর্ঘ বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, "১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় ডিসকাস করা হয়েছে। রায়ের পূর্বমুহূর্তে বিচারকের এমন আচরণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।"
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অচিরেই নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেওয়া হয়।