—ছবি সংগৃহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে কুড়ি ওভারের ক্রিকেটের এই বিশ্বমঞ্চ।
তবে ঘরের মাঠে বিশ্বকাপের মহারণে নামার আগে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করল মেন ইন ব্লুরা।
রোববার সিরিজের অঘোষিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের পাহাড় গড়ে তারা। দলের পক্ষে বিধ্বংসী ব্যাটিং করে জোড়া সেঞ্চুরি তুলে নেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের ওপর রীতিমতো শাসন চালিয়ে বড় পুঁজি নিশ্চিত করেন এই দুই ব্যাটার।
৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি। চাপের মুখে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারের ৮৫তম সেঞ্চুরি তুলে নেন তিনি। কোহলির একক লড়াইয়ে ভারত জয়ের স্বপ্ন দেখতে শুরু করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
ম্যাচের টার্নিং পয়েন্ট আসে যখন নবম ব্যাটসম্যান হিসেবে কোহলি সাজঘরে ফেরেন। তখনো জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ২৬ বলে ৪৬ রান। কিন্তু কোহলির বিদায়ের পর একই ওভারে কুলদীপ যাদব রান আউটের শিকার হলে ভারতের ইনিংসের যবনিকা ঘটে। ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত।
৪১ রানের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল কিউইরা। বিশ্বকাপের আগ মুহূর্তে কিউইদের এই জয় যেমন আত্মবিশ্বাস বাড়াবে, তেমনি ঘরের মাঠে হারের এই তিক্ততা নিয়ে বিশ্বকাপ অভিযানে নামতে হবে টিম ইন্ডিয়াকে।