
প্রধানমন্ত্রীর সাথে তামিম ইকবাল এর সাক্ষাৎ - ছবি মুক্ত প্রভাত
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ক্যাপ্টেন তামিম ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মে আফগানরা বাংলাদেশর বিপক্ষে ১৭ রানে জয়ী হয়।
মাচ শেষের পর ড্রেসিং রুমে ফিরে আকস্মিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যাপ্টেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। তার এমন হঠাৎ অবসরে যাওয়া ঘটনা সাভাবিকভাবে মানতে পারছে না তার ভক্ত জনগন।
বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজরে আসলে আজ শুক্রবার সকালে তামিম ইকবালকে ডেকে কথা বলেন। এ সময় সাক্ষাতে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা।
সর্বশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকল অভিমান ভুলে অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল।