—ছবি সংগৃহিত
ভারতে নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সংকট নিরসনে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইসিসির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে বিসিবি শীর্ষ নেতৃত্ব। বৈঠকে বিসিবি আনুষ্ঠানিকভাবে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
ঢাকায় আইসিসি প্রতিনিধি, বৈঠকে গুরুত্ব পেল নিরাপত্তা
বিসিবির কঠোর অবস্থানের প্রেক্ষিতে পরিস্থিতি সচক্ষে দেখতে ও আলোচনা করতে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। বৈঠকে ভারত থেকে অনলাইনে যুক্ত ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। ভিসা জটিলতায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি।
বিসিবির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন।
বিসিবির প্রস্তাব ও নতুন সমীকরণ
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তারা আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না রেখে শ্রীলঙ্কায় স্থানান্তরের জোরালো দাবি জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে: ১. জাতীয় দলের নিশ্ছিদ্র নিরাপত্তা। ২. গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা। ৩. সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনদের সুরক্ষা।
আলোচনায় একটি বিকল্প প্রস্তাবও উঠে এসেছে—লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে বর্তমান গ্রুপ থেকে সরিয়ে অন্য একটি গ্রুপে স্থানান্তর করা, যাতে তাদের ম্যাচগুলো ভারতের মাটিতে না পড়ে।
সিদ্ধান্তের চাবিকাঠি এখন জয় শাহর হাতে
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আইসিসি প্রতিনিধিরা বাংলাদেশের উদ্বেগগুলো গুরুত্ব দিয়ে শুনলেও তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারেননি। তারা জানিয়েছেন, আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
পটভূমি ও সাম্প্রতিক উত্তেজনা
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের মাটিতে রাখা হয়েছে। কিন্তু ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের ওপর উগ্রপন্থীদের হুমকি এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর আগে বিসিবি দুবার আইসিসিকে চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি।
আজকের এই বৈঠককে বরফ গলার প্রথম ধাপ হিসেবে দেখছেন অনেকে। তবে বিসিবি স্পষ্ট করে দিয়েছে, সরকারের সবুজ সংকেত এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ভারতে দল পাঠাবে না।