জিম্বাবুয়ের বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের পর দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ঘটনাটি সম্পূর্ণ ‘অনিচ্ছাকৃত’ এবং ‘সাময়িক অসাবধানতার ফল’।
ঘটনার সূত্রপাত
ম্যাচের শুরুতে অসুস্থ বোধ করায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টস করতে নামতে পারেননি। তার পরিবর্তে টস করেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে করমর্দন না করেই মাঠ ত্যাগ করেন জাওয়াদ। ক্রিকেটের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিষ্টাচারের এই বিচ্যুতি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।
বিসিবির স্পষ্টীকরণ
পরিস্থিতি সামাল দিতে দ্রুতই ব্যাখ্যা দেয় বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।"
বোর্ড আরও জানায় যে, ক্রিকেটের চেতনা রক্ষা করা বাংলাদেশের ক্রিকেটের একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং খেলোয়াড়দের ভবিষ্যতে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
নেপথ্যে কূটনৈতিক শীতলতা?
ক্রিকেট প্রেমীদের অনেকের মাঝেই এই ঘটনাটি নিয়ে গুঞ্জন উঠেছে কারণ বর্তমানে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করছে। ভারতে নিরাপত্তা শঙ্কায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং উগ্রপন্থীদের হুমকির ইস্যুগুলো এই সম্পর্কে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত-পাকিস্তান প্রসঙ্গের অবতারণা
এই ঘটনাটি গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ‘নো হ্যান্ডশেক’ নীতির কথা মনে করিয়ে দিয়েছে। তবে পার্থক্য হলো, ভারত তখন পাকিস্তানের সাথে রাজনৈতিক সংঘাতের কারণে আনুষ্ঠানিকভাবে হাত না মেলানোর সিদ্ধান্ত জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিসিবি একে নিছক ভুল হিসেবে দাবি করছে।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই ম্যাচে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় দুই দলের খেলোয়াড়দের আচরণ ও দুই বোর্ডের কূটনৈতিক অবস্থান।