—ছবি সংগৃহীত
চলমান বিপিএলে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন পেসার শরীফুল ইসলাম। তাঁর বিধ্বংসী বোলিং স্পেলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ।
মাত্র ৩.৫ ওভারে ৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে শরীফুল একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। তাঁর এই রেকর্ডগড়া বোলিং তোপে নোয়াখালী মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেছে।
শরীফুলের জোড়া আঘাত ও বিধ্বংসী স্পেল
ম্যাচের ১৬তম ওভারে শরীফুলের বোলিং তাণ্ডব শুরু হয়। ওভারের টানা দুই বলে তিনি সাজঘরে ফেরান হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে। ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে তখন তাঁর ঝুলিতে ছিল ৩ উইকেট। কিন্তু নিজের পরের ওভারে এসেই শরীফুল আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। শেষ পর্যন্ত মাত্র ৯ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে এবারের বিপিএলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ তুর্কি। এর মাধ্যমে আসরে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে।
নোয়াখালীর ব্যাটিং বিপর্যয়
শরীফুলের তোপের মুখে নোয়াখালীর কোনো ব্যাটারই আজ উইকেটে থিতু হতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল এবং জাকের আলীর ব্যাট থেকে আসে ২৩ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনো বড় জুটি গড়তে ব্যর্থ হয় দলটি।
স্পিন জাদুতে মেহেদী হাসান
পেসার শরীফুলের পাশাপাশি স্পিন হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান। তিনি মাত্র ১২ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। শরীফুল ও মেহেদীর এই সম্মিলিত আক্রমণে ১৬ ওভারের মধ্যে ১০৬ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারে পড়ে যায় নোয়াখালী। শেষ পর্যন্ত ১২৬ রানে অলআউট হয়ে তারা প্রতিপক্ষকে সহজ লক্ষ্য ছুঁড়ে দেয়।
শরীফুলের এমন বিধ্বংসী পারফরম্যান্স আসন্ন ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।