—ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি এই বৈঠকে যুক্ত হন। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং পরিচালক এমিলি অ্যাশবি।
বিএনপির পক্ষে তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলের মিডিয়া সেল এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।