—ছবি সংগৃহীত
ক্রিকেট মাঠে ভারতকে পরাজিত করতে পারলে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা সবচেয়ে বেশি আনন্দিত হন বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
একইসঙ্গে বিসিবির একজন পরিচালকের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে ক্রিকেটারদের আয়ের স্বচ্ছতা ও দেশের অর্থনীতিতে অবদানের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।
ভারতের বিপক্ষে জয়ের সেই স্মৃতি
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বনানীর একটি হোটেলে বিপিএল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মিরাজ তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো স্মরণ করেন। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের নায়ক মিরাজ বলেন, ‘আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ভারতের সঙ্গে জিতি। আমি এবং মোস্তাফিজ মিলে সেই ম্যাচটি জিতিয়েছিলাম, যা আমাদের ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত ছিল।’
বিসিবি পরিচালকের মন্তব্যের প্রতিবাদ
সম্প্রতি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারফরম্যান্স এবং আর্থিক সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ক্রিকেটাররা কেন টাকা ফেরত দিচ্ছেন না—তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান মিরাজ।
তিনি স্পষ্ট করে বলেন, ‘অনেকে মনে করেন সরকার থেকে আমরা টাকা পাই, কিন্তু বিষয়টি আসলে তা নয়। আমরা মাঠে খেলে আয় করি এবং সেখান থেকে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স সরকারকে প্রদান করি।’
মিরাজ আরও যোগ করেন যে, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা নিয়মিতভাবে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃত। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুও মিরাজের বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, ক্রিকেটারদের সাফল্যের কারণেই আইসিসি ও বিজ্ঞাপনী স্বত্ব থেকে বিসিবি কোটি কোটি টাকা রাজস্ব পায়।
নাজমুল ইসলামের বিরুদ্ধে বিসিবির ব্যবস্থা
ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বোর্ড। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে অর্থ কমিটির প্রধানসহ সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে মিরাজ ও মিঠুনরা খেলা বয়কটের ডাক দিয়েছিলেন। তবে বর্তমানে বিপিএল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে এবং টুর্মানেন্টটি পুনরায় মাঠে গড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।