—ছবি সংগৃহিত
নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ICC) বারবার অনুরোধ সত্ত্বেও বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি সামাল দিতে এবার আইসিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।
ক্রীড়া উপদেষ্টার প্রেস ব্রিফিং: আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে আইসিসি প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়টি অবহিত করেছেন। উপদেষ্টা বলেন, "আইসিসির একটি দল বাংলাদেশে কথা বলতে আসছে। তবে আমরা আমাদের নিরাপত্তা উদ্বেগের জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই।"
ঘটনার প্রেক্ষাপট:
নিরাপত্তা শঙ্কা: ভারতজুড়ে বিদ্যমান ‘সাম্প্রদায়িক উত্তেজনা’ এবং বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের জন্য ‘অনিরাপদ পরিবেশের’ কথা উল্লেখ করে বিসিবি আগেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর এই উত্তেজনা চরমে পৌঁছায়।
ভার্চুয়াল বৈঠক: গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও বিসিবি সাফ জানিয়ে দেয় যে তারা ভারতের মাটিতে পা রাখবে না।
বিকল্প প্রস্তাব: বিসিবি অনুরোধ জানিয়েছে তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য।
বিসিবি সভাপতির অবস্থান: বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও জাতীয় মর্যাদাই তাদের কাছে সবার আগে। সরকারের পূর্ণ সমর্থন নিয়ে তারা আইসিসির সঙ্গে লড়াই চালিয়ে যাবেন।
আইসিসির যুক্তি: আইসিসি দাবি করেছে যে তাদের স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষক দল ভারতের পরিস্থিতি ‘নিম্ন থেকে মাঝারি’ ঝুঁকির মধ্যে দেখছে, যা আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য স্বাভাবিক। তবে বিসিবি এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশ দল সেখানে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
আগামী ধাপ: আইসিসি প্রতিনিধি দল ঢাকায় এসে বিসিবি কর্মকর্তা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন। এই বৈঠকেই নির্ধারিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য।