—ছবি সংগৃহিত
ক্রিকেটারদের নজিরবিহীন ধর্মঘট ও খেলা বর্জনের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বিপিএল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মূল ঘটনার সূত্রপাত: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা সাম্প্রতিক কিছু ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে উত্তাল হয়ে ওঠে দেশের ক্রিকেট অঙ্গন। ওই পরিচালকের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা আলটিমেটাম দিয়ে খেলা বয়কটের ঘোষণা দেন। আজ মিরপুরে দিনের প্রথম ম্যাচ ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে, কিন্তু ক্রিকেটাররা মাঠে না নামায় ম্যাচটি পরিত্যক্ত হয়।
অনড় ক্রিকেটার ও দ্বিতীয় ম্যাচ: নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত ক্রিকেটাররা মাঠে ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন। ফলে দিনের দ্বিতীয় ম্যাচ, সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়রসের লড়াইটিও আর মাঠে গড়ায়নি। ক্রিকেটারদের এমন শক্ত অবস্থানের মুখে বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
বিসিবির প্রাথমিক পদক্ষেপ: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি। বোর্ড সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির বিশেষ ক্ষমতাবলে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে ক্রিকেটারদের দাবি কেবল অর্থ কমিটি থেকে অব্যাহতি নয়, বরং বিসিবি থেকে নাজমুল ইসলামের পূর্ণ পদত্যাগ। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য বোর্ড ক্রিকেটারদের সাথে আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন বড় প্রশ্ন—কবে নাগাদ কাটবে এই অচলাবস্থা?