—ছবি সংগৃহিত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক যৌথ জনমত জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে ভোটের ব্যবধান কমে এখন মাত্র ১ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে।
'প্রজেকশন বিডি'সহ চারটি প্রতিষ্ঠানের করা এই জরিপে দেখা গেছে, ভোটারদের ৩৪.৭% বিএনপিকে এবং ৩৩.৬% জামায়াতকে ভোট দিতে আগ্রহী।
দলভেদে ভোটারদের পছন্দের কারণ
জরিপে অংশ নেওয়া ভোটাররা কেন নির্দিষ্ট দলকে পছন্দ করছেন, তার পেছনে ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছেন:
বিএনপি (৩৪.৭%): ভোটারদের ৭২.১% বিএনপির অভিজ্ঞতা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকে প্রাধান্য দিচ্ছেন।
জামায়াতে ইসলামী (৩৩.৬%): দলটির প্রতি সমর্থনের মূল কারণ হিসেবে উঠে এসেছে সততা (৪০.৭%) এবং কম দুর্নীতিগ্রস্ত হওয়া (৪৪.৮৭%)।
জাতীয় নাগরিক পার্টি (৭.১%): এদের সমর্থকদের ৩৬.৭৭% 'জুলাই বিপ্লবে' দলটির ভূমিকার কথা উল্লেখ করেছেন।

১৭ শতাংশ 'সিদ্ধান্তহীন' ভোটারই বড় ফ্যাক্টর
জরিপ অনুযায়ী, এখনো ১৭ শতাংশ ভোটার ঠিক করতে পারেননি তাঁরা কাকে ভোট দেবেন। বিশ্লেষকদের মতে, এই বৃহৎ অংশই নির্বাচনের প্রকৃত ফলাফল নির্ধারণে 'গেম চেঞ্জার' হিসেবে কাজ করবে। জরিপটি গত বছরের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলার ২২ হাজার ১৭৪ জন ভোটারের ওপর পরিচালনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা জানান, ভোটাররা এখন অতীতের অভিজ্ঞতার পাশাপাশি নৈতিকতা ও নতুন রাজনৈতিক ধারাকে গুরুত্ব দিচ্ছেন।