—ছবি সংগৃহিত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আইসিসির নিরাপত্তা বিভাগের একটি চিঠিতে দেওয়া শর্তকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
আজ বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইসিসির এই চিঠির কড়া সমালোচনা করেছেন।
আইসিসির চিঠিতে দেওয়া ‘তিন শর্ত’
ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে, যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে: ১. মোস্তাফিজ ইস্যু: বাংলাদেশ দলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। ২. জার্সি বিতর্ক: বাংলাদেশের সমর্থকরা ভারতের মাটিতে জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ৩. নির্বাচন ইস্যু: বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, দলের নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে।
নতি স্বীকার করবে না বাংলাদেশ
আইসিসির এই অবস্থানকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, “আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব আর সমর্থকরা জার্সি পরতে পারবে না, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।” তিনি সাফ জানিয়ে দেন, আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয়, তবে ভারতের কথায় ওঠবস না করে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া উচিত।
ভারতের পরিস্থিতির কড়া সমালোচনা
ভারতে বিরাজমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে উপদেষ্টা বলেন:
“ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে, সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মোস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের খেলার পরিবেশ যেখানে নেই, সেখানে আমাদের নিরাপত্তা নিশ্চিত হওয়া অসম্ভব।”
বিকল্প ভেন্যুর প্রস্তাব
বাংলাদেশ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। উপদেষ্টা বলেন, “পাকিস্তানের প্রস্তাব আমরা শুনেছি। তারা আয়োজন করলে আমাদের সমস্যা নেই, আরব আমিরাতেও করা যেতে পারে। কিন্তু আমরা কোনো একক দেশের মনোপলির কাছে নতি স্বীকার করব না।”