—ছবি সংগৃহিত
সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারে (প্লে-অফ) নিজেদের জায়গা নিশ্চিত করেছে উত্তরবঙ্গের এই দলটি।
রাজশাহীর এই জয়ের ফলে তাদের সঙ্গে প্লে-অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসেরও।
রিপন মণ্ডলের হ্যাটট্রিক ও ঢাকার বিপর্যয়
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লে-তেই তারা বিনা উইকেটে ৫৪ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। তবে সপ্তম ওভারে আবদুল গাফফা সাকলাইনের জোড়া আঘাত এবং ইনিংসের শেষ ওভারে রিপন মণ্ডলের অসাধারণ হ্যাটট্রিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার ব্যাটিং লাইনআপ। ১৩১ রানেই অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস।
তানজিদের তাণ্ডব ও জয়োৎসব
১৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান। মুহাম্মদ ওয়াসিম (২২) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরলেও তানজিদ ৪৩ বলে ৭৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই ঝড়ো ব্যাটিংয়ে ২৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। মুশফিকুর রহিম ও জিমি নিশাম অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
পয়েন্ট টেবিলের চিত্র

এই জয়ের পর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী।
প্লে-অফের চতুর্থ দল হওয়ার লড়াইয়ে এখন টিকে আছে রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা। তবে সমীকরণ বলছে, বাকি একটি আসনের জন্য মূল লড়াই হবে রংপুর ও নোয়াখালীর মধ্যে।