মোস্তাফিজ ইস্যুতে ফখরুল: ক্রিকেটার অপমান মানে দেশের সম্মান ক্ষুণ্ন
জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে দেশের মর্যাদার সঙ্গে যুক্ত করে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একজন ক্রিকেটারকে অপমান করা আসলে পুরো জাতিকেই অপমান করার শামিল।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি ও জাতীয় সম্মানের বিষয় জড়িত রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেওয়া সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং এ ধরনের বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষপাতী।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন, এখনো অবৈধ অস্ত্র পুরোপুরি উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতার প্রমাণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি, তবে নির্বাচনকালীন সময়ে উন্নতি হবে বলে আশাবাদী তারা।
পানি বণ্টন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আগের সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলোচনা করবে বলে জানান তিনি।