নির্বাচনি প্রচারণায় মাঠে নামছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন তাঁর নির্বাচনি প্রচারণা। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত এবং জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে তাঁর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি (বুধবার) রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি সকালে তিনি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব জনসভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্র জানায়, আলিয়া মাদরাসা মাঠের এই জনসভাকে স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশে পরিণত করতে কাজ করছে নেতাকর্মীরা।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।
এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।