
বৃষ্টি -ফাইল ছবি
দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া। আবার তাপমাত্রা সামান্য বাড়তেও পাড়ে।
আজ শনিবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।
তবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানাগেছ, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
একারণে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে।