শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের আগেই পাচ্ছেন নগদ অর্থ। দেশের ২৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার ২৮৬জন শিক্ষক-শিক্ষার্থীর হাতে ১২ কোটি টাকার অনুদান দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই অনুদান দেওয়া হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে সরাসরি শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এবিষয়ে ২৫জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আরো পড়ুন:
সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে ১০ শতাংশ, পাবেন জুলাই থেকে ![]() |
ওই আদেশে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের প্রায় ১২ কোটি টাকা দিয়েছে সরকার। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশেষ অনুদানখাতে এসব অর্থ দেওয়া হয়েছে।