১২ সেপ্টেম্বর, ২০২৪

উপজেলা শিক্ষা কমিটি বাতিল

আরো পড়ুন———

» শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু

» বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের দাবি

» বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন

» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা

» বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে: শিক্ষা উপদেষ্টা


উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে নয় সদস্যের ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার; উপজেলা প্রকৌশলী ও নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক (উপজেলা নির্বাহী অফিসার মনোনীত একজন পুরুষ ও একজন নারী শিক্ষক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের ১২ মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত এডহক কমিটি বলবৎ থাকবে।