২৫ ডিসেম্বর, ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তনে সুরের আহ্বান, ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

তারেক রহমানের প্রত্যাবর্তনে সুরের আহ্বান, ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সৃষ্টি হয়েছে আলোড়ন। এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে সংগীতের ভাষায় আবেগ প্রকাশ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদকে ধারণ করে প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো আয়োজনের গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজে। প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে গানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গানের কথায় ফুটে উঠেছে দীর্ঘ অপেক্ষার অবসান ও নতুন দিনের প্রত্যাশা—
‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে।
যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’

সমর্থকদের মতে, এই গান শুধু একটি সংগীত নয়; বরং এটি রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীকী প্রকাশ, যা আন্দোলন-সংগ্রামের স্মৃতি ও ভবিষ্যতের আশাকে একসূত্রে বেঁধেছে।