৫ জুলাই, ২০২৩

এসএসসি পরীক্ষা দেওয়া হবে না নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমের

এসএসসি পরীক্ষা দেওয়া হবে না নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমের

জামালপুরের  ইসলামপুরে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় দিন পার করছে মো. নাঈম নামের এক শিক্ষার্থী। সে উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আবদুল জব্বারের কাছে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েও রেজিস্ট্রেশন না হওয়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না শিক্ষার্থী নাঈম।

এ বিষয়ে নাঈমের পিতা সামিউল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইসলামপুর প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে নাঈম এর পিতা সামিউল হক লিখেছেন,আমি অতি কষ্টে আমার পুত্র নাঈমকে লেখাপড়া করাইতেছি। নাঈম সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত এবং নিয়মিত শিক্ষার্থী। তার ক্লাসরোল ১০৭, শাখা-মানবিক। বিদ্যালয়ের  বেতন ও পরীক্ষার ফিসহ  যাবতীয় পাওনা পরিশোধ করে  নিয়মিতভাবে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করিয়া আসিতেছে। 

পরে জানতে পারলাম আমার ছেলের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনই হয় নি। অফিস সহকারী আব্দুল জব্বার  আমার নিকট থেকে দুইবার টাকা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমার ছেলের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না করিয়ে  টাকা নিয়ে, প্রবেশপত্র দিয়ে, টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করালো তার অনিয়ম ও মনগড়াভাবে আমার ছেলেকে দশম শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণে সুযোগ দেয়া হয়। 

এ ব্যাপারে অফিস সহকারী আব্দুল জব্বারের নিকট জানতে চাইলে সে বিভিন্ন টালবাহানা করে এবং একপর্যায়ে আমাকে হুমকি ধামকি দেয়। 

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না  জানান, বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী থাকায় দেখে দেখে স্বাক্ষর করা সম্ভব হয় না। ২০২২ সালে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন হয়েছে, নবম শ্রেণীর হবে, টেস্ট পরীক্ষা কিভাবে দিলো বিষয়টি আমি খতিয়ে দেখছি। 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, রেজিস্ট্রেশন ফর্মফিলাপ বিদ্যালয়ের শিক্ষকদের এখতিয়ার এখানে আমাদের করণীয় কিছুই নাই।