জাবাল আল-নূর আলোর পর্বত নামে পরিচিত। এই পর্বতটি হেরা গুহার জন্য বিশেষভাবে পরিচিত, যা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই হযরত মোহাম্মদ (সা.) কুরআনের প্রথম প্রকাশনা পান।
হেরা গুহায় সূরা আলাকের প্রথমপাঁচটি আয়াত ফেরেশতা জিবরাঈল (আ.) কর্তৃক প্রেরিত হয়েছিল। জাবালে নূর পর্বত সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে অবস্থিত। বর্তমানে
পর্বতটি মক্কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জাবালে নূরের উচ্চতা ৬৪০ মি. (২,১০০ ফুট)। কষ্টসাধ্য পাথুরে সিঁড়ি বেয়ে পর্বতের চূড়ায় উঠতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগতে পারে।

জাবালে নুর
পর্বতের চূড়ায় উঠে, পরে কিছু পাথুরে সিঁড়ি বেয়ে নামলে হেরা গুহা। সেখান থেকে হেরা গুহার কাছে পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় লাগতে পারে। সম্প্রতি জাবাল আল-নূর পর্বত আরোহণ করে আলোকচিত্র তুলেছেন ফাত্তাহ তানভীর রানা।