১ জুলাই, ২০২৩

অতিরিক্ত সময়ে গোল, সেমি থেকেই বাংলাদেশের বিদায়

অতিরিক্ত সময়ে গোল, সেমি থেকেই বাংলাদেশের বিদায়

পুরো ৯০ মিনিটই কুয়েতের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। কিন্তু অতিরিক্ত ২০ মিনিটের খেলায় ১-০ গোলে পিছিয়ে শেষ হয় ম্যাচ। এই হারের মাধ্যদিয়ে এবারের বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ শেষ হয় বাংলাদেশ।

দারুণ আশাজাগানিয়া খেলা খেলেছে তপু বর্মনরা। কিন্তু শেষমেষ ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় তাদের।

আক্ষরিক অর্থেই কুয়েতের চেয়ে বাংলাদেশের পার্থক্য অনেক। তবু পুরো ৯০ মিনিট কুয়েতকে আটকে রেখে লড়াই করেছেন জামাল ভূঁইয়ারা। কুয়েতের চোখে চোখ রাঙানি দিয়ে পুরো মাঠজুড়ে খেলেছে বাংলাদেশ।

এরআগে ম্যাচটি ড্র হলে সেমিতে যেতে পারতো বাংলাদেশ। প্রতিপক্ষ যখন ভুটান, তখন এই সমীকরণটা খুব বেশি সহজ ছিলনা। এমন কিনারায় দাঁড়িয়ে মাঠে নামা জামাল ভূঁইয়ারা ভুটানের দেওয়া প্রথম গোলটি অবশ্য হযম করেছিল। 

তবে ম্যাচে ফিরতে দেরি হয়নি। ২১ মিনিটে বাংলাদেশের পক্ষ থেকে রাকিবের সর্টে আত্মঘাতি গোলের মাধ্যমে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর ২১ মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় ভুটান। মোটে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে তপু বর্মণরা।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটলো বাংলাদেশ ফুটবলে। ১৪ বছর পর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।