১ জুলাই, ২০২৩

বদলগাছীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

বদলগাছীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক

নওগাঁর বদলগাছীতে  নেশার টাকার জন‌্য সুখী বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাস‌রুদ্ধ করে হত‌্যার অভি‌যোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (১ জুলাই) সকা‌ল ১১টায় নিজ বাসা থে‌কে সুখী বেগমের মর‌দেহ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদ ইসলামকে আটক করা করেছে। আটককৃত শহীদ ইসলাম (৩৪) বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় ১৪ বছর আগে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিবাহ হয়। বিবাহের পরে তাঁদের ঘরে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বড় মেয়ের সুরাইয়ার বয়স (১০) বছর ও ছোট মেয়ে সুমাইয়ার বয়স (৭) বছর। দুটি কন্যা সন্তান জন্মগ্রহণের পর থেকেই শহীদ নেশায় জড়িয়ে পড়েন।

শুরু হয় সংসারে অভাব-অনটন। নেশায় জড়িয়ে পড়ার পর স্বামী-স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ লে‌গেই থাকতো। আর এই অভাবের তাড়নায় সংসার চালাতে স্ত্রী সুখী বেগম মানুষে বাসা-বাড়িতে ও  স্থানীয় একটি চাউল কলে কাজ কর‌তেন। স্বামী শহীদ ভ্যান চালকের কাজ কর‌তেন। 

স্থানীয় একাধিক গ্রামবাসী জানান, শহীদ ভ‍্যান চালায়। ভ‍্যান চালিয়ে যে টাকা উপার্জন করতো তা নেশার পিছনে ব‍্যয় করতো এবং নেশাখোর সঙ্গীদের সাথে আড্ডা মারতো। পরিবারের জন‍্য কোন খরচ করতো না।  এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতো। গতকাল শুক্রবার (৩০ শে জুন) রা‌তে পারিবারিকভাবে ঝগড়া হলে, এক পর্যায়ে সুখী বেগম  বেধড়ক মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে শহীদ।

 নিহত সুখী বেগমের ভাই সবুজ হোসেন বলেন, শুক্রবার রাত ১ টার সময় ঐ এলাকার স্থানীয় মেম্বার আমাদেরকে মোবাইল ফোনে এই খবরটি জানান। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আমার বোনের বাড়িতে ছুটে গিয়ে দেখি আমার বোনের মরদেহটি ঘরের মেঝেতে পরে আছে।

তিনি আরো বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী শহীদ। এ জন্য কৌশলে তার বাড়িটি ফাঁকা করেছিলো সে। আমি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, নিহত সুখীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব‍্যপারে নিহত সুখী বেগমের ভাই সবুজ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মমলা দায়ের করেছেন।