৩০ জুন, ২০২৩

বন্ধের নোটিশ পাওয়ার পরও হাজেরা ক্লিনিকে চলছে চিকিৎসা বানিজ্য 

বন্ধের নোটিশ পাওয়ার পরও হাজেরা ক্লিনিকে চলছে চিকিৎসা বানিজ্য 

নাটোরের গুরুদাসপুরে ক্লিনিক বন্ধের  নোটিশ পাওয়ার পরও চলছে হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা বানিজ্য । 

হাজেরা ক্লিনিকে বিগত ১৪/০৫/২৩ইং তারিখে এ্যানেসথেটিষ্ট উপস্থিত ছাড়াই একটি সিজার করা হয়। সিজারিয়ান নবজাতক শিশু  চিকিৎসার অভাবে পরের দিন মারা যায়। 

যার প্রেক্ষিতে ২৩/০৫/২৩ ইং তারিখে  উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করে সরেজমিনে গিয়ে তদন্ত করেন। পরবর্তীতে ১৯/০৬/২৩ ইং তারিখে উক্ত ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ প্রেরণ করেন।

হাজারা ক্লিনিকের মালিক ডা. সাগর বলেন, ক্লিনিক বন্ধের নোটিশ পেয়েছি।  পুরনো কিছু রোগী থাকায় এখনও চিকিৎসা কার্যক্রম চালু রেখেছি। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, হাজেরা ক্লিনিকে মানসম্মত চিকিৎসা সেবা না থাকা ও চিকিৎসার অভাবে নবজাতক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে।

যার কারণে ক্লিনিক বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে আছি। ছুটি শেষ হলেই হাজেরা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।