৩০ জুন, ২০২৩

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাটের লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রিবার দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

 এরআগে সদরঘাটের লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল ময়ূর-৭ নামের একটি লঞ্চ। আজ শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ওই লঞ্চটিতে আগুন লাগে।

লঞ্চের আগুন নিয়ন্ত্রে কাজ করে ফায়ার ডিফেন্সের ১৩টি ইউনিট।

বিষয়টি মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনেয়ার হোসেন। 

লঞ্চটির নাম ময়ূর-৭। আনোয়ার হোসেন বলেন, দাঁড়ানো লঞ্চটিতে কোনো যাত্রী ছিলনা। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট সেখােনে চলে গেছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদর ঘাট (নদী) এবং সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে কাজ করছে।