৩০ জুন, ২০২৩

রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাটে লঞ্চে আগুন

একটি লঞ্চে আগুন লেগেছে রাজধানীর সরদঘাটে। আজ শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে আগুন লাগে।

লঞ্চটি ঘাটে দাঁড়ানো অবস্থায় ছিল। লঞ্চের আগুন নিয়ন্ত্রে কাজ করছে ফায়ার ডিফেন্সের ১২টি ইউনিট।

বিষয়টি মুক্ত প্রভাতকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনেয়ার হোসেন। 

লঞ্চটির নাম ময়ূর-৭। আনোয়ার হোসেন বলেন, দাঁড়ানো লঞ্চটিতে কোনো যাত্রী ছিলনা। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট সেখােনে চলে গেছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদরঘাট, সদর ঘাট (নদী) এবং সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেশভাতে কাজ করছে।