ম্যাচটি ড্র হলে সেমিতে যেতে পারতো বাংলাদেশ। প্রতিপক্ষ যখন ভুটান, তখন এই সমীকরণটা খুব বেশি সহজ ছিলনা। এমন কিনারায় দাঁড়িয়ে মাঠে নামা জামাল ভূঁইয়ারা ভুটানের দেওয়া প্রথম গোলটি অবশ্য হযম করেছিল।
তবে ম্যাচে ফিরতে দেরি হয়নি। ২১ মিনিটে বাংলাদেশের পক্ষ থেকে রাকিবের সর্টে আত্মঘাতি গোলের মাধ্যমে ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর ২১ মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় ভুটান। মোটে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে তপু বর্মণরা।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটলো বাংলাদেশ ফুটবলে। ১৪ বছর পর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।