১৬ সেপ্টেম্বর, ২০২৫

শিবগঞ্জ সীমান্তে গাঁজা, ভ্যানসহ একজন আটক 

শিবগঞ্জ সীমান্তে গাঁজা, ভ্যানসহ একজন আটক 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে অভ্যন্তরে কানসাট ০১টি ব্রীজের উপর অভিযান পরিচালনা করে।

উক্ত টহলদল ১টি ভ্যান গাড়ি তল্লাশি করে ভ্যান গাড়ির নিচ থেকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা উদ্দারসহ ১জন চোরাকারবারিকে আটক করে। চোরাকারবারী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উমরপুর গ্রামের মোঃ সেতাবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান। 

১টি ব্যাটারি চালিত ভ্যান ও ৩.৭ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করার বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র তৎপরতা বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা অব্যাহত থাকবে। আটককৃত আসামীসহ গাঁজা ও ভ্যান শিবগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।