চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে এক মুদি দোকানীকে অপহরণ করে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার যুবক হলো শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের শাবান হোসেনের ছেলে সানি আহম্মেদ(২৫) এঘটনায় থানায় মামলা হয়েছে এবং অপহরণকারী পাঁচজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
সানির মা মোসা: শ্যামলী বেগম স্বাক্ষরিত শিবগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা গেছে , গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আমার ছেলে বাগবাড়ী বাজারে তার নিজস্ব মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরার পথে বাগবাড়ি ফিল্ড বাজার মোড়ে রাত সোয়া ১০টার দিকে সুদামের বাড়ির সামনে আরিফ হোসেন, সিয়েম উদ্দিন সহ ০৮/১০ জনের একটি দল সানিকে জোরপুর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত নামা স্থানে নিয়ে যায় এবং তাকে মারধর করে আট লাখ টাকা চাঁদা দাবী করে।
এদিকে ছেলের বাড়ি ফিরতে দেরী হওয়ায় তার মুঠো ফোনে কয়েকবার কল দিলে ফোন বন্ধ পাওয়ায ও বিভিন্ন খোঁজাখুঁজির পরও না পাওয়ায় ঘটনাটি তাৎক্ষণিক থানা পুলিশকে জানাই। তার বাবা বলেন পুলিশ সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে রাত সাড়ে ১২ টার দিকে মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজার এলাকা হতে মাইক্রোবাস সহ আমার ছেলেকে উদ্ধার করে এবং ৩৬৭০০ টাকা ও মোবাইল ফোন ও মাইক্রোবাসটি জব্দ করে।
এ সময় মাইক্রোবাসে থাকা অপহরণকারী আরিফ হোসেন(২৬),মোয়াজ্জেম হোসেন(২৫),আল আমিন(২০),, রাজু আহম্মেদ (২৩ ও মাইক্রোচালক রাজু হোসেন (২০) কে আটক করে। ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, লিখিত এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।