১৬ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে টিকে রইলো বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে টিকে রইলো বাংলাদেশ

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫

আফগানিস্তান: ২০ ওভারে ১৩৬/১০

ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ি

শেষ বলে শেষ উইকেট। তাসকিনের বলে ক্যাচ দিয়ে আফগানিস্তানের ম্যাচটি শেষ হলো। এর মধ্যে দিয়ে বাংলাদেশ জিতল ৮ রানে। সীমিত রানের জয় হলেও এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মুস্তাফিজ-তাসকিনরা।

আফগানিস্তানের লক্ষ্য ১৫৫,  এখন চ্যালেঞ্জ বোলারদের

ভালো শুরু করেও শেষ পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে রান রেট সন্তোষজনকই ছিল। এরপর আর সেভাবে জ্বলে উঠতে পারেননি লিটন দাসরা।  ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জাকের আলীরা সংগ্রহ করেছেন ১৫৪ রান।

এই রান জয়ের জন্য কতটা নির্ভর যোগ্য তা এখন দেখার বিষয় মাত্র। তবে নাসুম আহম্মেদরা যদি জ্বলে উঠতে পারেন তাবে আশা করা যেতেই পারে। যেমন জ্বলে উঠেছিলেন রশীদ খান।

গত ১জুন লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তানজিদ-পারভেজ ১১০ রান যোগ করার পর আজই প্রথম ফিফটি এলো বাংলাদেশের এই উদ্বোধনী জুটিতে। আজকের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি শুধু এতো টুকুই।

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে শুরু বাংলাদেশের

আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে করুণ পরাজয়ের পর আজ আফগানিস্তানের সাথে দাপুটে শুরু করেছে বাংলাদেশ।

এবারে এশিয়া কাপে সর্বোচ্চ ওপেনিং জুটি হয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচের মধ্যে এটিই সর্বো উদ্বোধনী জুটি বাংলাদেশের।

গত ১জুন লাহোরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তানজিদ-পারভেজ ১১০ রান যোগ করার পর আজই প্রথম ফিফটি এলো বাংলাদেশের এই উদ্বোধনী জুটিতে।