১৫ সেপ্টেম্বর, ২০২৫

তিস্তা প্রকল্প বাস্তাবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

তিস্তা প্রকল্প বাস্তাবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

বাংলাদেশ তিস্তা মহা লপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় চীনের সহায়তা। এই প্রকল্প বাস্তবায়নে চীনের কাছ থেকে ঋণও চেয়েছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে বেইজিংও। সরে জমিনে তিস্তা প্রকল্প জন্য আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় সকালে এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

কূটনৈতিক সূত্র বলছে, চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য। চীন ঋণের বিষয়েও ইতিবাচক ধারণা দিয়েছে। প্রকল্পটির বিষয়ে চীন যে তীব্র আগ্রহী, ইয়াও ওয়েন তা জানিয়েছেন আসাদ আলম সিয়ামকে। চীনের এমন আগ্রহ বাংলাদেশ ও ইতিবাচকভাবেই নিয়েছে।

চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে তারা কাজ করছেন।