১৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যের পথে পৌঁছেছে। এই অগ্রগতি শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুরুতে ঐকমত্য কমিশনের কাছ থেকে ধারণা পেয়ে বিষয়টি নিয়ে আমি নিশ্চিত ছিলাম না, এটি টিকবে কি না। কিন্তু দীর্ঘ পথ পারি দিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভুত হয়েছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে বিশ্বের অন্য দেশগুলো কমিশনের অভিজ্ঞতা অনুসরণ করবে। এটা শুধু বাংলাদেশের জন্য অভিজ্ঞতা হয়ে থাকবে না, সারা পৃথিবী লক্ষ করবে আমরা কীভাবে সমস্যার সমাধান করলাম।’