১৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

ভারতের কাছে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

ভারত: ১৫ ওভারে ১৩১/৩  
পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯  
ফলাফল: ২৫ বল হাতে রেখে ভারত ৭ উইকেটে জয়ি


সুরিয়া কুমার ইয়াদবের ছক্কায় শেষ হলো ম্যাচ। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত পৌঁছে গেল ১৩১ রানে।

পাকিস্তানকে ৭ উইকেটে সহজভাবে হারাল ভারত। হাতে ছিল ২৫ বল। ১২৭ রানে আটকে যাওয়া পাকিস্তান কোনোভাবেই ভারতের ব্যটারদের ওপর চাপ তৈরি করতে পারেনি।

ভারতের সামনে ১২৮ রানের সহজ লক্ষ্য দিল পাকিস্তান

এশিয়াকাপে ভারত-পাকিস্তানের মহারণ শুধু কাগজে কলমেই হলো পাকিস্তানের জন্য। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে আগে ব্যাট করতে নামা পাকিস্তান সংগ্রহ করলো ১২৭ রান। টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মতো পরাশক্তির কাছে ১২৮ রানের লক্ষ্য একে বারেই সহজলভ্য তা বলার অপেক্ষা রাখে না।

তবে খেলার নাম যখন ক্রিকেট, তখন অনিশ্চিত কিছু ঘটে যেতেই পারে। এমন শান্তনা নিয়েই আপাতত খেলাটি উপভোগ করতে হবে পাক ভক্তদের।

 ফখরের বিদায়ে বিধ্বস্ত পাকিস্তান

অক্ষরের বলে আউট হলেন ফখর জামান। তার বিদায়ের পরপরেই আউট হলেন সালমান। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৫২ রান। 

 দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান

আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। ভারতের সাথে মহারণে প্রথম উইকেটটি তুলে নেন ভুমরা। সবশেষ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪২ রান।