১১ সেপ্টেম্বর, ২০২৫

তাসকিন-তানজিমের জোড়া আঘাত

তাসকিন-তানজিমের জোড়া আঘাত

 হংকং ৩.২ ওভারে ১৭/১

প্রথম আঘাত তাসকিনের
এশিয়া কাপে নিজেদের প্রতম ম্যাচে টস জিতে ফিল্ডিংয় করছে বাংলাদেশ দল। প্রথাম ওভার বল করেন মেহেদী হাসান। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বল নো দেন তাসকিন আহমেদ।

পরের বলে ফ্রিটে বাউন্ডারি পার করেন হংকংয়ের ব্যটার। তবে তিন নম্বর বলে আর শেষ রক্ষা হয়নি। গুড লেন্থের বলটিতে কটের আবেদন করলেও না কোচ করে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে উইকেটটি পেয়ে যান তাসকিন আহমেদ।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের প্রতম ম্যাচে টস জিতে ফিল্ডিংয় করছে বাংলাদেশ দল। প্রথাম ওভার বল করেন মেহেদী হাসান।