ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। তবে ভোট দেয়ার জন্য লাইনে অপেক্ষামান ভোটারদের কাছে লিফলেট বিতরণ করার অভিযোগ রয়েছে কিছু প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে।
প্রার্থী ও সমর্থকদের এমন প্রচারণার ফলে বিরম্বনা পরছেন ভোটাররা। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ অন্যান্য কেন্দ্রের সামনে ভিড় করছেন প্রার্থীরা। এসব জায়গা থেকে ভোটারদের হাতের লিফলেট প্রার্থীদের তালিকা তুলে দেয়া হচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি বলছে, নির্বাচন সংক্রান্ত কোনো প্রচারণা চালানো যাবেনা ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে।