৮ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

ক্রিকেট যে দারুণ অনিশ্চয়তার খেলা তা আবারো প্রমাণ করলো দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ম্যাচ। ইংল্যান্ডের দেওয়া ৪১৫ রানের রান পাহাড় তারা করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই সেই রান পাহাড় ধ্বসে পড়েছে। সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে ৪১৫ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে মাত্র ৭২ রানে।

দক্ষিণ আফ্রিকার এই হার ইংল্যান্ডকে ৩৪২ রানের রেকর্ড জয়ের স্বাদ পাইয়ে দিয়েছে। ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ম্যাচে ৩৪২ রানের এই জয়ে ইংল্যান্ড ছুঁয়েছে বিশ্ব রেকর্ড।

এর আগে অবশ্য ওয়ানডে ম্যাচে সবচেয়ে বড় হার-জিত ছিল ৩১৭ রানের। ভারত ২০১৭ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড করেছিল।

তবে ভারতের এই রেকর্ড এখন পুড়নো। নতুন রেকর্ড ইংল্যান্ডের খাতায়।

ইংল্যান্ড ৪১৪ রান করেছিল জ্যাকব বেখেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে। সেই রান তাড়া করতে নেমে ২০.৫ ওভারেই ৭২ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস।