জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো শঙ্কা দেখছি না জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে। তবে বিষয়টি নিয়ে আমারা কিছুটা উদ্বিগ্ন। নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা তৈরির চেষ্টা চলছে। রাজনৈতিক দল ও কিছুসংখ্যক ব্যক্তি এই শঙ্কা তৈরিতে ভূমি রাখছে।’
তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির দুরভিসন্ধি বাংলাদেশের মানুষ কখনোই সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের কাছে গ্রহণযোগ্য হবে সেই নির্বাচন।
আজ রবিবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপি সমাবেশ করবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতাকর্মীদের নামে স্বৈরাচার সরকারের আমলে ৭৫টির বেশি মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাড়ে ৭ হাজার নেতাকর্মীকে। সেসব নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে হয়েছে। অনেককেই জেলে যেতে হয়েছে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ধানখেতে পর্যন্ত লুকিয়ে থেকেছেন।