৭ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে

লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা অংশের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দিতে ঘটনাটি ঘটে রোববার ভোরে। 

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে লাশবাহী একটি এ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে ছিটকে পড়ে। পড়ে অ্যাম্বুলেন্সে থাকা লাশ নিয়ে স্বজনেরা অন্য একটি যানবাহনে ঢাকায় যান।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া মুক্ত প্রভাতকে বলেন, ঘুমন্ত অবস্থায় চালক অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন। এ কারণে অ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারায়। তবে কেউ আহত হননি।