উল্লাপাড়ার পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে সভাটির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব গণেশ চন্দ্র দত্ত, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রমজান আলী, নজরুল ইসলাম (হিরা) প্রমুখ।
সমাবেশে শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।
এ ধরনের সমাবেশ শিক্ষক-অভিভাবকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হবে। তিনি আরো জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত হয়।