বল..... তুই কী সমুদ্রের ঢেউ না কি...সাগরের শঙ্খ তুই কী নির্জন গাঙের আবছা অন্ধকারের ছায়ামূর্তি না কি...মেঘে ঢাকা চাঁদের আধো জোৎস্না আচ্ছা তুই কী রাত জাগা তারা, না কি... রঙহীন এক পসরা প্রেম মন বলছে- সব ছাপিয়ে তুই গহিন অরণ্যের তাজা প্রাণ।