ডিমের দাম এক ডজন ১৫০ টাকা পেরোলেই আমদানির অনুমতি দেওয়া হবে। করা হবে শুল্ক-কর ছাড়ের সুপারিশও। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশন এমন সুপারিশ করে বাণিজ্যসচিবকে চিঠি দিয়েছে।
বাজারে কেমন যাচ্ছে, বাজরঘুরে দেখা গেল- ১৪০ টাকার আশেপাশে উঠানামা করছে প্রতি ডজন ডিমের দাম। বেশ কিছু দিন আগে এক ডজন ডিমের দাম ১৫০ টাকার বেশি হয়েছিল।
ডিমের পাশাপাশি পেঁয়াজের দাম কেজি প্রতি ৯০ টাকা পেরিয়ে গেলে আমদানির অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে শুল্ল-কর ছাড় দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।
রাজধানীর বাজার বর্তমানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
কমিশন বলছে, ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন হয়। তবে পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রয়েছে আমদানি উন্মুক্ত করার ফলে।