৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল

বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল

বিএনপি খাইদাই এর পার্ট নয়, বিএনপি ধান্দাবাজের পার্টি নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি পাল্লাই তুলে ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়। বিএনপি দেশ গড়ার দল, শহীদ জিয়ার দল।

বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে নওগাঁর বদলগাছীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারেননি। তাই আগামী দিনে আপনাদেরকে নিয়ে হবে ধানের শীষের বিজয় বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ।

তিনি পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের বলেন, আপনারা এক থাকবেন এই দুই উপজেলা হবে মডেল উপজেলা। কোন দুর্নীতি থাকবে না, ধান্দাবাজি থাকবে না। চাঁদাবাজি থাকবে না, হাটের ও বালু মহালের ডাক থাকবে না। সেই রকম বিএনপিই এই এলাকায় প্রতিষ্ঠিত হবে।

এর আগে এক বিশাল আনন্দর‍্যালি রালি উপজেলার চার মাথা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।